শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ন'জনে খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয়। কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে চান না। বাস্তবের মাটিতে পা ইস্টবেঙ্গলের নতুন কোচের। ফুটবলারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াকু মনোভাবের কদর করলেও, স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের তিন পয়েন্ট দরকার ছিল। অস্কার বলেন, 'আমরা টেবিলের তলানিতে আছি। এক পয়েন্ট পেলেও আমরা শেষেই থাকব। প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াই করার মানসিকতার পাশাপাশি পয়েন্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ম্যাচের ইতিবাচক দিক আছে। আমরা শেষ চার ম্যাচে হারিনি। তবে আমাদের টার্গেট তিন পয়েন্ট ছিল। ড্রয়ে কেউ খুশি নয়।'
এদিন বেশ কিছু ক্ষেত্রে রেফারিং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গিয়েছে। একাধিক ফাউল দেওয়া হয়নি। পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়। ম্যাচ শেষে রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অস্কার। একইসঙ্গে মহেশের আচরণের সমর্থনে নয় লাল হলুদ কোচ। অস্কার বলেন, 'এএফসিতে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আইএসএলে আমাদের সম্মান দেওয়া হয় না। এটা আমি কর্তাদের বলেছিলাম। আমরা লাল কার্ড দেখি, অন্যান্য ক্লাবের থেকে আমাদের সঙ্গে রেফারিদের আচরণ আলাদা। বেশি বললে নির্বাসিত করে দেবে। তবে বলতে বাধ্য হচ্ছি, আমি রেকারিং নিয়ে সন্তুষ্ট নয়। বাকিটা ক্লাব দেখবে। তবে আমি মহেশের আচরণেও খুশি নয়। রেফারি আমাদের হাতে নেই। কিন্তু প্লেয়ারদের বিষয়টা আছে। মহেশের পারফরমেন্স আগের মরশুমের মতো নেই।'
প্রথম ৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখার পর বিরতিতে প্লেয়ারদের কী বলেছিলেন অস্কার? যা এই বিরূপ পরিস্থিতিতেও তাঁদের লড়াই করার মনোবল জোগায়? অস্কার বলেন, 'আমি বলেছিলাম, পরিস্থিতি বিপরীত হলে তোমরা কী করতে? একজনের বিরুদ্ধে দু'জনকে যেতে হবে। রক্ষণ এবং মাঝমাঠের সংগঠন মজবুত রাখতে হবে। প্লেয়াররা আমার বার্তা বুঝতে পেরেছে। আমরা রক্ষণ আঁটোসাঁটো রাখতে পেরেছি। কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে গোল করার চেষ্টা করি। কিন্তু সেটা হয়নি।'
ম্যাচের শেষে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয় আন্দ্রে চের্নিশভকে। মহমেডানের বাসকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে সাপোর্টাররা। বিদায়ঘণ্টা কি বেজে গেল রুশ কোচের? জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে চের্নিশভ মেনে নিলেন, ন'জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে না জেতা তাঁদের ব্যর্থতা। আত্মবিশ্বাসের অভাবকেই দায়ী করেন। চের্নিশভ বলেন, 'ন'জন প্লেয়ারের বিরুদ্ধে জেতা বাধ্যতামূলক। আমাদের জন্য ভাল রেজাল্ট নয়। আমাদের গোল করা উচিত ছিল। আমাদের সুযোগও ছিল। কিন্তু কখনও ইস্টবেঙ্গলের গোলকিপার ভাল সেভ করেছে, কখনও আমরা গোল করতে পারিনি। আমরা রেজাল্ট নিয়ে খুশি নয়। আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমরা পরিস্থিতি বদলাতে চাই। কিন্তু প্লেয়াররা ভুল করার ভয় পায়। আমাদের ফাইনাল পাসের ক্ষেত্রে আরও নিপুণ হতে হবে।' বিরতিতে অ্যালেক্সিসকে তুলে নেওয়ার পর মহমেডানের খেলায় ছন্দপতন ঘটে। চের্নিশভের দাবি, আরও ৪৫ মিনিট খেলার মতো জায়গায় ছিলেন না আর্জেন্টাইন মিডফিল্ডার।
নানান খবর

নানান খবর

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

অবসর নিয়েও শান্তি নেই, স্যামসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন বছরের জন্য সাসপেন্ড শ্রীসন্থ

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?